প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৮:৩৯ পিএম
                 
                            
              ভারতজুড়ে
করোনা আতঙ্কের মধ্যেও জৈব সুরক্ষা বলয়
তৈরি করে চলছিল ইন্ডয়ান
প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসর।  কিন্তু এই সুরক্ষা ভেদ
করে ঢুকে পড়েছিল করোনা।
তাই খানিকটা বাধ্য হয়েই আইপিএল স্থগিত
করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  সম্প্রতি
আবার নতুন করে আয়োজনের
চেষ্টা করা হচ্ছে এই
ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। 
করোনাভাইরাসের
তোপে স্থগিত হওয়ার আগে আইপিএলের ২৯টি
ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাকি রয়েছে ৩১টি
ম্যাচ। বিশ্বকাপের ঠিক আগে আইপিএলের
বাকি ম্যাচগুলো আয়োজনের চিন্তা করছে ভারতীয় বোর্ড।
দ্রুততম সময়ে টুর্নামেন্ট শেষ
করার তাগিদ দেয়া হয়েছে। সেক্ষেত্রে
২১ দিনে শেষ করতে
হবে ৩১টি ম্যাচ। বদলে
যেতে পারে ভেন্যুও।
বিসিসিআইয়ের
বরাতে স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানাচ্ছে, আগামী সেপ্টেম্বরের শেষ দিকে আইপিএলের
অবশিষ্ট ম্যাচগুলো আয়োজনের চিন্তা করছে ভারতীয় ক্রিকেট
বোর্ড। সেক্ষেত্রে দ্বিতীয় পর্বের ম্যাচগুলো শুরু হবে আগামী
১৯ কিংবা ২০ সেপ্টেম্বর থেকে।
ফাইনাল হবে ১০ অক্টোবর।
বিশ্বকাপের আগে টুর্নামেন্ট শেষ
করার ভাবনা থেকেই এমন সূচি। এই
সূচি চূড়ান্ত হলে দশ দিন
হবে দুটি করে ম্যাচ।
আর বাকি সাত দিন
একটি করে ম্যাচ হওয়ার
পর চারটি প্লে-অফ অনুষ্ঠিত
হবে।
এ
দিকে ভারতে এখনও করোনা সংক্রমণ
বেড়েই চলেছে। ফলে নতুন ভেন্যুর
বিষয়ে ভাবছেন সৌরভ গাঙ্গুলীরা। ভেন্যু
বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেটা হলে আইপিএলের
নতুন গন্তব্য হবে আরব আমিরাতে,
যেখানে গতবারের আইপিএলও অনুষ্ঠিত হয়েছিল। যদি ভেন্যু বদলে
যায়, তাহলে নতুন প্রশ্নের মুখেও
পড়বে বিসিসিআই। করোনা পরিস্থিতিতে যেখানে ঘরোয়া টুর্নামেন্টেই ঘরের মাঠে খেলার
সুযোগ পাচ্ছেন না কোহলিরা, সেখানে
বিশ্বকাপে বাকি দলগুলোকে আতিথ্য
দেবেন কী করে?
জেডআই/ওবায়েদ