• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই বছর পর সিপিএলে ফিরছেন সাকিব

প্রকাশিত: মে ২৭, ২০২১, ০৪:৫৬ পিএম

দুই বছর পর সিপিএলে ফিরছেন সাকিব

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির নিষেধাজ্ঞার কবলে পরে দুই বছর ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে পারেননি সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় এরই মধ্যে মাঠে নেমেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। লাল-সবুজের জার্সি পরে খেলার পাশাপাশি আইপিএলও খেলেছেন তিনি। এবার আসন্ন সিপিএলেও দেখা যাবে সাকিবকে।

বৃহস্পতিবার (২৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে সাকিব আল হাসানের খেলার বিষয়টি নিশ্চিত করে সিপিএল কতৃপক্ষ। তারা জানিয়েছে এবার জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

বিবৃতিতে বলা হয়েছে, সাকিব আল হাসান আসন্ন ২০২১ মৌসুমের ক্যারিবিয়ার প্রিমিয়ার লিগে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন।

এর আগে, ২০১৬ ১৭ আসরে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছিলেন। মাঝে ২০১৮ ১৯ সালে খেলেন বার্বাডোস ট্রাইডেন্টসের হয়। এক বছর নিষিদ্ধ থাকায় খেলতে পারেননি গত আসর। অবশেষে পুরোনো ঠিকানায় ফিরলেন সাকিব।

চলতি বছর আগস্টের ২৮ তারিখ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএল। করোনার কারণে সবগুলো খেলা হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ভারতের আইপিএলের মতই সিপিএলের পুরো আসর হবে জৈব বায়োবাবলের মধ্যে।

জেডআই/সবুজ/এএমকে

আর্কাইভ