• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ছিটকে গেলেন মুশফিক

প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০৮:০৯ পিএম

ছিটকে গেলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমের। চোটের কারণে ছিটকে পড়েছেন তিনি। বৃহস্পতিবার (৩ মার্চ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিন বিকাল ৩টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী আফগানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমকে ছাড়াই খেলতে নামতে হচ্ছে বাংলাদেশ দলকে।

বুধবার (২ মার্চ) ব্যাটিং অনুশীলনের সময় শরিফুলের বলে ডানহাতে চোট পেয়েছেন মুশফিক। এরপর এক্সে-রেতে খারাপ কিছু ধরা না পড়লেও চোটের জায়গাটার রং বদলে গেছে। তাকে পর্যবেক্ষণে রেখেছে বিসিবির মেডিকেল টিম।

৫ মার্চ দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুশফিক খেলতে পারবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল। এদিকে, মুশফিকুর রহিম চোটে পড়ায় গতকালই বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে আরেক উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহানকে।


জেডআই/এফএ

 

আর্কাইভ