• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সিপিএলের সূচি বদলাতে ভারতীয় বোর্ডের অনুরোধ

প্রকাশিত: মে ৩০, ২০২১, ০৭:৪৯ পিএম

সিপিএলের সূচি বদলাতে ভারতীয় বোর্ডের অনুরোধ

ক্রীড়া ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরুর তোড়জোড় শুরু হয়েছে। আগামী ২৮ আগস্ট মাঠে গড়াবে ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া এই টি-টোয়েন্টি আসর। তবে এই টুর্নামেন্টের সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)

করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ আগামী সেপ্টেম্বরে শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (২৯ মে) বোর্ডসভা শেষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিসিআই।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও ভারতীয় সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী ১৯ সেপ্টেম্বর শুরু হতে পারে স্থগিত হওয়া আইপিএল খেলা। কিন্তু এই সূচিতে বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

সিপিএলের ফাইনাল হবে ১৯ সেপ্টেম্বর। অর্থাৎ আইপিএলের দ্বিতীয় অংশের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের পাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। যে কারণে সিপিএলের সূচি ১০ দিন এগিয়ে নেয়ার জন্য ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছে বিসিসিআই।

সূচি এগিয়ে নেয়ার অনুরোধের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার প্রধান রিকি স্কিরিট। তিনি জানান, ‘তারা (বিসিসিআই) অনুরোধ করেছে, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, তবে এখানে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের জন্য কাজটি মোটেও সহজ হবে না, সিপিএলের আগে তাদের টানা কয়েকটা দ্বিপক্ষীয় সিরিজ আছে। সেই সঙ্গে আছে জৈব সুরক্ষা বলয়ের বিষয়টিও। বিদেশি ক্রিকেটারদের ব্যস্ত সূচির মধ্যে তাদের পাওয়া কোয়ারেন্টিনের কারণে সূচি এগিয়ে নিয়ে আসা কঠিন হবে।

জেডআই/নূর/এম. জামান

আর্কাইভ