• ঢাকা মঙ্গলবার
    ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১

কাজী সালাউদ্দিনকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০৯:২৭ পিএম

কাজী সালাউদ্দিনকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ পদে আসীন হওয়ায় সাবেক এ তারকা ফুটবলারকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল।

বুধবার (২৭ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বলেনকাজী মো. সালাউদ্দিন অত্যন্ত দক্ষতার সঙ্গে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নেতৃত্ব দিয়ে চলেছেন। আমি আশা করি তার যোগ্য নেতৃত্ব দক্ষিণ এশিয়া অঞ্চলে এবং দেশের ফুটবল আরও এগিয়ে যাবে।

প্রসঙ্গত, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন একই সঙ্গে সাফেরও সভাপতি। ২০০৮ সালে বাফুফের সভাপতি নির্বাচিত হন তিনি। পরের বছর দায়িত্ব পান সাফের সভাপতির। শুধু ২০১২ সালে বাফুফে নির্বাচন করতে হয়নি সালাউদ্দিনকে। বাকি তিনবার ভোটে নির্বাচিত হয়েছেন। তবে সাফের সভাপতি পদের জন্য তাকে কোনো নির্বাচন করতে হয়নি। চারবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পেয়েছেন সভাপতির দায়িত্ব।

জেডআই/এএল

আর্কাইভ