• ঢাকা বৃহস্পতিবার
    ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ছিটকে গেলেন মিরাজ, স্কোয়ার্ডে পরিবর্তন

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ১১:০৭ পিএম

ছিটকে গেলেন মিরাজ, স্কোয়ার্ডে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পাওয়া চোটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মেহেদী হাসান মিরাজ। দলের অন্যতম সেরা এ স্পিনার না খেলতে পাড়ায় বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে।

মিরাজ চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলছিলেন। গত ২৪ এপ্রিল বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচে তামিম ইকবালের একটি ক্যাচ নিতে গিয়ে তর্জনীতে আঘাত পান।

পরে এক্সরে রিপোর্টে জানা যায়, আঙুলের হাড়ে চিড় ধরেছে। যে কারণে শঙ্কা জাগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা নিয়ে। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্য হলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিত্সক দেবাশিস চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘২৪ এপ্রিল ক্যাচ নেওয়ার সময় মিরাজ তার ডান হাতের কনিষ্ঠ আঙুলে ব্যাথা পান। পরে দেখা যায় আঙুলে চিড় আছে। এক্স-রে রিপোর্টে জানা যায়, ফ্র্যাকচার রয়েছে। প্রাথমিক অবস্থায় বোঝা যাচ্ছে সুস্থ হতে কমপক্ষে তিন সপ্তাহ সময় লাগতে পারে। যা তাকে কার্যকর ভাবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে দিয়েছে।

মিরাজের ছিটকে পড়ায় প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা হয়েছে অফ-স্পিনার নাঈম হাসানের। 

শ্রীলঙ্কা দল দুটি ম্যাচের সিরিজ খেলতে ৮ মে বাংলাদেশে আসছে। যা ২০২১-২০২৩ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ১০-১১ মে বিকেএসপিতে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে সফরকারী দল। বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, দর্শকদের অনুরোধে তারা চট্টগ্রাম থেকে ঢাকায় অনুশীলন ম্যাচের স্থান পরিবর্তন করেছেন।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ১৫ মে শুরু হবে। দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা  স্টেডিয়ামে ২৩ মে থেকে।

জেডআই/

আর্কাইভ