• ঢাকা শনিবার
    ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২

জাতীয় স্কুল ক্রিকেট দুই বোলারের দ্বৈরথ

প্রকাশিত: মে ১৬, ২০২২, ০৮:৫৫ পিএম

জাতীয় স্কুল ক্রিকেট দুই বোলারের দ্বৈরথ

ক্রীড়া প্রতিবেদক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে নারায়ণগঞ্জ বার একাডেমি ও মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আড়ালে লড়াই হলো দুই বোলার দীপু হাওলাদার ও আল আমিনের। ঢাকা বিভাগের এ ম্যাচে ব্যক্তিগত দ্বৈরথে দীপুকে হারিয়ে জিতলেন আল আমিন। দীপুর দলকে হারিয়ে ৩২ রানে জিতলো তার দল বার একাডেমিও।

সোমবার (১৬ মে) টস জিতে নারায়ণগঞ্জের প্রতিনিধিদের ব্যাটিংয়ে পাঠায় মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়। দীপুর বোলিং আগুনে ঝলসে মাত্র ৭৭ রানে অলআউট  হয় বার একাডেমি। ২০ রানে ৬ উইকেট নিয়েছেন দীপু। জবাবে আল আমিনের রুদ্রমূর্তির সামনে আরও অসহায় ছিল মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়। ২১.১ ওভারে অলআউট  হওয়ার আগে ৪৫ রান সংগ্রহ করে দলটি। ১৬ রানে ৭ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে ম্যাচ সেরা হয়েছেন আল আমিন।

ঢাকা বিভাগের আরেক জাগির উচ্চ বিদ্যালয়কে ১০ রানে হারিয়েছে ম্যাচে মাধবদী এসপি ইন্সটিটিউশন। মাধবদীর ১৩৬ রানের বিপরীতে ১২৬ রানে অলআউট  হয়েছে জাগির। এ দিকে চট্টগ্রাম জেলার ফাইনালে উঠেছে নাসিরাবাদ হাই স্কুল। প্রথম সেমিফাইনালে দলটি ১ উইকেটে সান শাইন গ্রামার স্কুলকে হারিয়েছে।

জেডআই/

আর্কাইভ