• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

কাতারে বাংলাদেশকে দুঃসংবাদ দিলেন সোহেল

প্রকাশিত: জুন ৪, ২০২১, ০৬:২০ পিএম

কাতারে বাংলাদেশকে দুঃসংবাদ দিলেন সোহেল

ক্রীড়া ডেস্ক

কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আফগানিস্তানকে রুখে দিয়ে এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ দল। কিন্তু সেই আনন্দে বাগড়া দিলেন সোহেল রানা। লাল সবুজ দলের এই ফরোয়ার্ড ভারত ওমানের বিপক্ষে খেলতে পারবেন না। শুক্রবার ( জুন) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে টিম ম্যানেজম্যান্ট। 

বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে বাম হাতে আঘাত পান সোহেল রানা। যে কারণে দ্বিতীয়ার্ধে কিছু সময় পর তাকে উঠিয়ে নেন কোচ জেমি ডে। ম্যাচ শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তার এক্স-রে এমআরআই করা হয়। রিপোর্টে তার হাতে চিড় ধরা পড়ে। ফলে পরের দুই ম্যাচ খেলতে পারবে না সোহেল রানা। দল থেকে ছিটকে পড়লেও কাতারেই থাকবেন সোহেল। রোববার আবারও এক্স-রে এমআরআই করাবেন এই ফুটবলার।

এদিকে সোহেল চোটে পাওয়ায় সুযোগ পাচ্ছেন ফরোয়ার্ড ইব্রাহিম। গত ম্যাচে তিনি ২৩ জনের দলে ছিলেন না। করোনার জন্য সুফিল চোটের জন্য বিশ্বনাথ কাতারে যেতে পারেননি দলের সঙ্গে। সোহেল চোটে পড়লেও তাদের আর ডাকছেন না কোচ।

শুক্রবার খেলোয়াড়দের কোনো অনুশীলন নেই। হেড কোচ জেমি ডে দলের আফগানদের বিপক্ষে একাদশে থাকা ফুটবলারদের নিয়ে সকাল এক ঘণ্টা সুইমিং সেশন সম্পন্ন করেছেন। আর একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের নিয়ে কাতার সময় বিকেলে জিম সেশন সম্পন্ন করবে। 

শনিবার বাংলাদেশ দল দুই ভাগে বিভক্ত হয়ে কাতার সময় সকালে জিম সেশন সম্পন্ন করবে। পরে কাতার ইউনিভার্সিটির মাঠে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাতার সময়ে বিকেলে অনুশীলন করবে।

জেডআই/নির্জন

আর্কাইভ