• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

মায়ের কথায় নিজের প্রথম ক্লাবে ফিরছেন রোনালদো!

প্রকাশিত: জুন ২৮, ২০২২, ০১:২০ এএম

মায়ের কথায় নিজের প্রথম ক্লাবে ফিরছেন রোনালদো!

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানো ক্রিস্টিয়ানো রোনালদোর সময়টা মোটেও ভালো যাচ্ছে না। ক্লাবটির নতুন কোচ এরিক ট্যান হ্যাগের সঙ্গে বনিবনা হচ্ছে না পর্তুগিজ তারকার। এমন অবস্থায় গুঞ্জণ রটেছে মায়ের চাওয়াতে নিজের প্রথম ক্লাবে ফিরতে চলেছেন সি আর সেভেন।

ইংলিশ সংবাদমাধ্যম দ্য সানজানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লে নিজ দেশের এবং নিজের প্রথম ক্লাব স্পোর্টিংয়ে যোগ দেবেন এই তারকা ফুটবলার। সেই প্রতিবেদনে দ্য সানউল্লেখ করেছে, নিজের মা মারিয়া দোলোরেসের চাওয়াতেই পর্তুগিজ ক্লাব স্পোর্টিংয়ে যোগ দেবেন রোনালদো।

১৯ বছর আগে ২০০৩ মৌসুমে ঘরের ক্লাব স্পোর্টিং থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের লাল দুর্গে পাড়ি জমান রোনালদো। সেখানে নিজের ক্যারিয়ারের দারুণ সময় কাটানোর পর, বড় তারকা হিসেবে নিজেকে প্রমাণের পর স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেয় রোনালদো।

স্প্যানিশ ক্লাব রিয়ালকে সম্ভব সব শিরোপা জিতিয়ে নিজেও ব্যালন ডিঅর নিজের দখলে নেন রোনালদো। এরপর নিজেকে প্রমাণের জন্য ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেন এই তারকা ফুটবলার। সেখান থেকে গত মৌসুমে আবারও রেড ডেভিলদের ডেরায় ফেরেন এই ফুটবলার।

তবে সামনের মৌসুমে ম্যানইউ কোচ ট্যান হ্যাগের পরিকল্পনায় নেই বলে রেড ডেভিলদের সঙ্গে আর থাকবেন না রোনালদো এমনটাই ধারণা করা হচ্ছে। আর তা হলে ক্যারিয়ারের সায়াহ্নে নিজ দেশের ক্লাবেই ফিরবেন তিনি, এমনটাই জানিয়েছে দ্য সান ও মার্কা।

সেখানে তারা জানিয়েছে, রোনালদোর মা দোলোরেস গত বছর একটা পডকাস্টে জানিয়েছিল, ক্যারিয়ারের শেষ দিকে তিনি তাকে স্পোর্টিংয়ে দেখতে চান। সেই পডকাস্টে দোলোরেস বলেছিলেন, ‘সে আবার এখানে (স্পোর্টিং) ফিরে আসবে। আমি ইতোমধ্যে তাকে বলেছি। আমি মরার আগে দেখতে চাই তুমি আবার স্পোর্টিংয়ে ফিরছো, বাবা। সেও আমাকে বলল, দেখা যাবে।

এদিকে দোলোরেসের এমন ইচ্ছার সঙ্গে স্পোর্টিংয়ের সভাপতি ব্রুনো ডি কার্ভালহোও জানিয়েছেন, রোনালদো পর্তুগিজ ক্লাবটির হয়ে ক্যারিয়ার শেষ করতে চান। ফলে তারা রোনালদোকে আনার চেষ্টা করছেন।

ব্রুনোর মতে, ‘নিঃসন্দেহে, সে নিজের দেশে এই ক্লাবে তার ক্যারিয়ার শেষ করবে। সে এখানে ক্যারিয়ার শেষ করলে আমাদের জন্য বিষয়টি সুন্দর হবে। সে বিশ্ব ফুটবলের দূত। সে সব সময় আমাদের নিয়ে কথা বলে এবং আমাদের পছন্দ করে। আমরাও তাকে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।

জেডআই/

আর্কাইভ