• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন দাস

প্রকাশিত: আগস্ট ৫, ২০২২, ১০:০৮ পিএম

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন দাস

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট করতে নেমে দারুন শুরু করেছে টাইগাররা। প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৪ হাজার রান পূর্ণ করে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি করা লিটন দাস সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন। কিন্তু হ্যামস্ট্রিং চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে এ ওপেনারকে।

৭৫ বলে হাফ সেঞ্চুরি করেছেন লিটন। পরের ১৪ বলে তিনি করেছেন ৩১ রান। সর্বশেষ নিয়াউচির বলে ক্ল্যাসিকলিটন শটে লং অফ দিয়ে মেরেছেন ইনিংসের প্রথম ছক্কা। ছক্কার পর লিটনের ব্যাট থেকে এসেছে আরেকটি চার।

পরের ওভারে সিকান্দার রাজার বলে সিঙ্গেল নেওয়ার পরই হ্যামস্ট্রিং চোটে শুয়ে পড়েন লিটন। সিঙ্গেল নেওয়ার জন্য ছুটছিলেন, ক্রিজে পৌঁছানোর আগেই ব্যথা অনুভব করেন তিনি। শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ ওপেনারকে। ৮৯ বলে ৮১ রান করে রিটায়ের্ড হার্ড হন লিটন।

এই প্রতিবেদন লিখার সময় বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২১৩ রান। এনামুল হক বিজয় ৪৩ এবং মুশফিকুর রহিম ১৩ রান নিয়ে ব্যাট করছেন।

জেডআই/

আর্কাইভ