• ঢাকা সোমবার
    ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

ইবিতে আল-কুরআন বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ১০:০২ পিএম

ইবিতে আল-কুরআন বিভাগের  শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি করেছে আল–কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। এসময় শিক্ষার্থীরা ‘আল–কুরআনের অপমান সইবেনিরারে ইবিয়ান, লাশ নিয়ে রাজনীতি, বন্ধ করো করতে হবে; লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে,’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় আল–কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুলাইমান বলেন, ‘যে স্যার (অধ্যাপক ড. নাসিরউদ্দিন) মিঝিরকে কে তারা তার পদ থেকে পদচ্যুত করতে চাচ্ছে, তিনি সেই স্যার যিনি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সর্বপ্রথম যুক্ত হয়েছিল। এ থেকে প্রমাণিত হয় যে, তারা একটি নির্দিষ্ট এজেন্ডা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। তাদের এই এজেন্ডা ধূলিসাৎ করতে আমরা মাঠে নেমেছি। যখন সাজিদ হত্যার বিষয়টি সামনে আসে এবং তাঁর হত্যাকারীদের খুঁজে পাওয়ার আভাস পাই, তখনই তাঁরা বিভিন্ন ধরনের এজেন্ডা সামনে নিয়ে আসে।

শিক্ষকের বিতর্কিত অডিও প্রকাশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষকের অডিও ক্লিপ কেন নব্বই দিন পর আনা হল? নব্বই দিন আগে কী করেছিল তারা? তখন তাদের কোনো এজেন্ডা ছিল না। এখন এজেন্ডা পেয়েছেন, তাই সাজিদ হত্যার বিষয়টি ধামাচাপা দিতে সামনে এসেছে।

বিভাগটির আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ ইহছান ভূঁইয়া বলেন, ‘শিক্ষক অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি সংবাদ সম্মেলন করে নারী পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করেছেন। তারপরেও যারা এই নিয়ে রাজনীতি করছে, আমরা বলব তারা ইসলাম বিদ্বেষী এজেন্ডা নিয়ে দাঁড়িয়েছে।’

প্রসঙ্গত, সাজিদ হত্যার বিচার ইস্যুতে নারী শিক্ষার্থীকে পোশাক নিয়ে শিক্ষক অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝির কুরুচিপূর্ণ মন্তব্যের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে। পরে গত বুধবার (২৯ অক্টোবর) শিক্ষার্থীরা শিক্ষককে  বরখাস্তসহ পাঁচ দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেয়।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ