• ঢাকা শুক্রবার
    ২৪ মে, ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২২, ০২:৫৭ পিএম

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রতীক ওমর

বাঁচা মরার সমীকরণকে সামনে রেখে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ঐতিহাসিক গ্যাবায় বাংলাদেশ সময় সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।

এদিন বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। আগের ম্যাচে ইয়াসির আলীর জায়গায় খেলানো হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। এবার মিরাজের জায়গাতেই ফিরলেন ইয়াসির। 

জিম্বাবুয়ে দলেও আছে একটি পরিবর্তন। টেন্ডাই চাতারাকে জায়গা করে দিয়েছেন লুক জঙ্গুয়ে।

বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ
ওয়েসলি মাধেভেরে, ক্রেইগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

 

এআরআই

আর্কাইভ