• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতের অনুরোধে সিপিএলের সূচিতে পরিবর্তন

প্রকাশিত: জুন ১৮, ২০২১, ০১:২২ পিএম

ভারতের অনুরোধে সিপিএলের সূচিতে পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাবের কথা কারও অজানা নয়। তাই বিশ্বের অন্যতম ধোনি বোর্ডের অনুরোধ ফেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ভারতের অনুরোধে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচি পরিবর্তন করেছে উইন্ডিজ। 

করোনায় স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অবশিষ্ট ৩১ ম্যাচে বিদেশি খেলোয়াড় পেতে সিপিএল সূচি পরিবর্তনের অনুরোধ করে বিসিসিআই। আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে আইপিএল শুরু করতে চায় ভারত। 

একই ইস্যুতে টেস্ট সিরিজের সূচি এগিয়ে আনার জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও (ইসিবি) অনুরোধ করেছিল ভারতীয় বোর্ড। কিন্তু ইংলিশ বোর্ড তাদের প্রস্তাবে রাজি হয়নি। 

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর শুরু হওয়ার কথা আগামী ২৮ আগস্ট থেকে। শেষ হওয়ার কথা ছিল ১৯ সেপ্টেম্বর। সূচি পরিবর্তন করা না হলে আইপিএলের দু-একটি ম্যাচের সঙ্গে সাংঘর্ষিক হতো সিপিএলের শেষের ম্যাচগুলো। এ ছাড়া দুই টুর্নামেন্টেই খেলা তারকা খেলোয়াড়রাও পড়তেন দোটানায়।

বিষয়টি বুঝতে পেরে সিপিএল কর্তৃপক্ষের কাছে টুর্নামেন্ট কয়েকদিন আগে শুরুর অনুরোধ করেছিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। তার এই অনুরোধে সাড়া দিয়ে তিন দিন এগিয়ে এনেছে সিপিএল।

নতুন সূচি অনুযায়ী আগামী ২৫ আগস্ট শুরু হবে সিপিএল। ফাইনাল হবে ১৫ সেপ্টেম্বর। তবে ২৬ আগস্টেও শুরু হতে পারে সিপিএল। কেননা পাকিস্তানের সঙ্গে ক্যারিবীয়দের দ্বিতীয় টেস্ট শেষ হবে ২৪ আগস্ট। তাই এক দিন বিরতি দিয়ে ২৬ আগস্ট থেকে হতে পারে সিপিএল।

জেডআই/এএমকে
আর্কাইভ