
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২, ০৩:৫৪ এএম
আধুনিক ক্রিকেটে প্রতিনিয়ত বাড়ছে স্পাইডার ক্যামের ব্যবহার। দড়িতে ঝুলে ঝুলে মাঠের ওপর ঘুরতে থাকা এই ক্যামেরা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার চলতি মেলবোর্ন টেস্টে আবারও আলোচনায় স্পাইডার ক্যাম।
মেলবোর্নে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে স্পাইডার ক্যাম আঘাত হানে আনরিখ নরকিয়ার মাথায়। স্পাইডার ক্যামের আঘাতে সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। আঘাত পেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পান এই পেসার।
শুধু এবারই প্রথম নয়, এর আগে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচেও স্পাইডার ক্যাম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিতর্কিত সেই ম্যাচেও ভেন্যু ছিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
If Jim Ross commentated Anrich Nortje being smashed by Spidercam pic.twitter.com/qpujB0PW2g
— Ethan (@ethanmeldrum_) December 27, 2022
![]() | ![]() ![]() | ![]() | ||
![]() | ![]() | ![]() | ||
![]() ![]() | ![]() ![]() | |||
![]() |
| ![]() |