• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরলেন দর্শক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩, ০৩:০৪ এএম

মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরলেন দর্শক

ক্রীড়া ডেস্ক

চট্টগ্রাম থেকে: খেলার মাঠে অনেকবারই এমন অভিজ্ঞতা হয়েছে সাকিব আল হাসানের। তবে এবারের ঘটনাটি ব্যতিক্রম। টাইগার ক্রিকেটারকে জড়িয়ে ধরতে সরাসরি মঞ্চে উঠে গেলেন এক তরুণ। চট্টগ্রাম শহরের ব্যস্ত এলাকা লালখান বাজারে স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমা’র আউটলেট উদ্বোধন করতে এসে হঠাৎ দর্শকের এমন কান্ডে ভড়কে যান সাকিব।

আউটলেটের সামনের রাস্তায় করা হয় মঞ্চ। সাকিব আসবেন-এ খবর জানিয়ে শহরজুড়ে করা হয় নানা প্রচারণা। প্রতিটি মোড়ে মোড়ে দেখা যায় ব্যানার। তাতে বেশ সাড়া মেলে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে। বিকেল থেকেই সাকিবভক্তরা হাজির হন লালখান বাজারের অস্থায়ী মঞ্চের সামনে।

মঞ্চে আমন্ত্রিত অতিথিরা অপেক্ষা করতে থাকেন সাকিবের জন্য। তারকা ক্রিকেটার আসতেই দেখা যায় আলোর ঝলকানি। রোশনাই থামার আগে চোখের পলকে মঞ্চে উঠে সাকিবকে জড়িয়ে ধরেন দর্শক। সাকিব ভয় পেয়ে গেলেও দ্রুত সামলে নেন নিজেকে। মিনিট দুয়েক বিরতি নিয়ে রাখেন উদ্বোধনী বক্তব্য।

বন্দরনগরীতে সাকিবের আগমনের কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুর পর্ব শেষে আসরের ১২টি ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাকিবের দল ফরচুন বরিশাল শুক্রবার দুপুর ২টায় খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে।

বিপিএল চট্টগ্রামে হলেও দেখা যায়নি কোনো প্রচারণা। শহরজুড়ে শুধুই পুমা’র ব্র্যান্ডিং। এ ব্যাপারে প্রশ্ন করা হয় সাকিবকে। বিসিবি চাইলে পারত কিনা? সাকিব বলেন, ‘আগামীতে পুমা বিপিএলের সাত দলেরই স্পন্সর হবে (হাসি)। তখন তারাই প্রচারণা করবে।’

আর্কাইভ