 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৬:০১ পিএম
-20230223060110.jpg) 
                 
                            
              কাতার বিশ্বকাপ ২০২২ ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের ছলে বলে কৌশলে পেনাল্টিতে ফ্রান্সকে হারিয়েছে আর্জেন্টিনা। তার জন্যই শুটআউট নিয়মে বড়সড় পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা। যাতে স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বাইরে গিয়ে কোনো গোলকিপার কোনোভাবেই পেনাল্টি-টেকারকে বিভ্রান্ত করতে না পারেন। তবে এ নিয়ে উদ্বিগ্ন নন মার্টিনেজ। বরং ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই প্রস্তাবে মজা পেয়েছেন তিনি। একে বড্ড হাস্যকর বলছেন মার্টিনেজ। তার যেসব পেনাল্টি সেভ করা দরকার ছিল, তা ইতোমধ্যে করে ফেলেছেন। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে ‘বইয়ের প্রতিটি কৌশল’ ব্যবহার করেন মার্টিনেজ। খোদ ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস এই দাবি করেন। শিরোপা নির্ধারণী ম্যাচে ফরাসি উইঙ্গার কিংসলে কোম্যানের শট রুখে দেন মার্টিনেজ। একবার পেনাল্টি স্পটে রেফারি বল বসালে তা তুলে গোলপোস্টের বাইরে চালিয়ে ফেলেন তিনি। পরে সেই শট থেকে গোল করতে ব্যর্থ হন অরেলিয়ান চৌমেনি।
এসব বিষয়ে অবগত ফিফা। তাই শুটআউট নিয়মে বড় রদবদল আনতে চাচ্ছে তারা। যাতে পেনাল্টির সময় গোলবারে দাঁড়িয়ে গোলকিপার পেনাল্টি টেকারকে বিভ্রান্ত করতে না পারেন। তবে এসব অতীত বলে মনে করেন মার্টিনেজ। অধিকন্তু তার বিশ্বাস, পরিবর্তিত যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবেন তিনি। শুটআউটের সময় গোলপোস্টে দাঁড়িয়ে পেনাল্টি টেকারকে বিভ্রান্ত করতে খুব পটু মার্টিনেজ। ক্লাব ফুটবল ও কোপা আমেরিকায় তা প্রদর্শন করেন তিনি। তবে বিশ্বকাপের ফাইনালের মতো বড় আসরে এ কাজ করায় নজরে পড়ে ফিফার। মার্টিনেজ বলেন, কোপা আমেরিকার পর আবার তা করতে হবে আমি জানতাম না। তবে বিশ্বকাপে করতে হয়েছে। আসলে যেসব পেনাল্টি সেভ করা দরকার ছিল, সেসব করে ফেলেছি আমি। জানি না আগামী ২০ বছরের মধ্যে আরেকটি পেনাল্টি সেভ করতে পারব কিনা।
গণমাধ্যম ইএসপিএনকে অ্যাস্টন ভিলা কিপার বলেন, কোপা আমেরিকা ও বিশ্বকাপে পেনাল্টি টেকারদের ঠেকিয়ে দিয়েছি আমি। এতে আর্জেন্টিনা তথা জাতীয় দল শিরোপা জিতেছে। এটাই আমার কাছে অনেক। তিনি বলেন, আমাদের সবসময় আধুনিক নিয়মের সঙ্গে মানিয়ে নিতে হবে। ফিফা যা চায় সেটাই করতে হবে। আশা করি এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমরা মানিয়ে নেবো।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      