• ঢাকা শনিবার
    ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

রোজার দিনে পানি পান করে বিতর্কে সাকিব আল হাসান

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৩, ১২:১০ এএম

রোজার দিনে পানি পান করে বিতর্কে সাকিব আল হাসান

ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক

আজ আয়ারল্যান্ডের সাথে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ টসে হেরে বৃষ্টির কারণে এখন পর্যন্ত ১৯.২ বলে ৫ উইকেট হারিয়ে ২০৭ রার তুলেছে বাংলাদেশ। পাহাড় সমান রান তুললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে নিয়ে চলছে সামালোচনার ঝড়।

ম্যাচের ৬.৩ ওভার চলাকালীন হঠাৎই ক্যামেরায় ধরা পড়ে সাইডব্যাঞ্চে বসে কোমল পানীয় পান করছেন সাকিব আল হাসান। আর এতেই চটেছেন নেটিজনরা, সাম্প্রতিক সময়ে ওমরা পালন করে এসেও কেন রোজা না থেকে সবার সামনেই পানি পান করছেন সাকিব।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাকিবের পানি পানের সেই দৃশ্য। অনেকেই বলছেন সবার সামনে পানি পান করা সাকিবের উচিৎ হয়নি। আপাতত বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে, এখন পর্যন্ত ১৯.২ বলে ৫ উইকেট হারিয়ে ২০৭ রার তুলেছে বাংলাদেশ।

আর্কাইভ