• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সাকিবের হাতে আর্জেন্টিনা ক্রিকেট দলের জার্সি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩, ১১:৫৭ পিএম

সাকিবের হাতে আর্জেন্টিনা ক্রিকেট দলের জার্সি

ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বড় ভক্ত সাকিব আল হাসান। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের পর শের-ই বাংলায় জাতীয় দলের অনুশীলনে আর্জেন্টিনার জার্সি পরেই যোগ দিয়েছিলেন সাকিব। তার মতোই বিশ্বকাপে আর্জেন্টিনার বাংলাদেশি ভক্তদের উন্মাদনা ছড়িয়েছিল বিশ্বজুড়ে। আর্জেন্টিনার প্রতি ভালোবাসার প্রতিদান হিসেবে জার্সি উপহার পাঠিয়েছে দেশটির ক্রিকেট দল।

চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে টসের আগে টাইগার অধিনায়ককে জার্সিটি তুলে দেন ধারাভাষ্যকার অ্যান্ড্রু লেওনার্ড। এ সময় আর্জেন্টিনা নারী ও পুরুষ ক্রিকেট দলের দুই অধিনায়কের ভিডিও বার্তা সাকিবকে দেখান তিনি। এরপর লেওনার্ডের মাধ্যমে আর্জেন্টিনা দলকে ধন্যবাদ জানান সাকিব।

বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশিদের ভালোবাসা পৌঁছেছিল দেশটির সরকারের কাছেও। সেই সুবাধে বাংলাদেশে দূতাবাসও চালু করেছে ল্যাটিন আমেরিকার দেশটি। এমনকি বিভিন্ন সাক্ষাৎকারে বাংলাদেশকে স্মরণ করেছেন বিশ্বজয়ী অধিনায়ক মেসি ও কোচ স্কালোনি।

আর্কাইভ