• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সালাহকে ইত্তিহাদের বড় প্রস্তাব

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৩, ০৩:৪১ পিএম

সালাহকে ইত্তিহাদের বড় প্রস্তাব

ক্রীড়া ডেস্ক

ফুটবল দুনিয়াকে হঠাৎ করে নাড়িয়ে দিয়েছে সৌদি আরব। দলবদলের সময় বস্তা বস্তা টাকা নিয়ে তারা খেলোয়াড়দের পেছনে ছুটেছে। ইউরোপের দুঃশ্চিন্তা বাড়িয়ে একের পর এক খেলোয়াড় কিনেছে। তাদের সর্বশেষ নজর পড়েছে লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। এখনো সফল হয়নি। তবে হাল ছাড়েনি। ৩১ বছরের সালাহকে দলে পেতে লিভারপুলের কাছে রীতিমতো টাকার বস্তা নিয়ে হাজির হয়েছে আল-হিলাল।

গত সপ্তাহেই সালাহর জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব বড় এক প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদ। ওই প্রস্তাবে রেডস শিবির সরাসরি ফিরিয়ে দিয়েছে। কিন্তু সাড়া না পেয়ে দমে যাবার পাত্র নয় ইত্তিহাদ। এবার তাদের প্রস্তাব ১৫০ মিলিয়ন ইউরো।

সংবাদ মাধ্যম সিবিএস দিয়েছে এই তথ্য প্রকাশ করেছে। জানিয়েছে, দলবদলের নির্ধারিত সময়ের মধ্যেই সালাহকে সৌদিতে নিতে চায় আল ইত্তিহাদ। এমনকি তাকে নেইমার-রোনালদোর চেয়ে বেশি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাবও দিয়েছে।

অলরেড ভক্তদের অবশ্য কদিন আগেই আশ্বস্ত করেছেন লিভারপুলের এই তারকা। গত মৌসুমেই অ্যানফিল্ডের ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন সালাহ। মিশরীয় এই তারকা অন্য কোথাও যেতে চান না। সালাহ ও তার এজেন্ট সংবাদমাধ্যমকে তেমনটাই জানিয়েছেন। অন্যত্র যাওয়ার ইচ্ছে থাকলে চুক্তি নবায়ন করতেন না বলেও উল্লেখ করেছেন তার এজেন্ট।

যদিও আন্তর্জাতিক বেশকিছু গণমাধ্যম জানিয়েছে, সৌদির বিশাল বেতনের প্রস্তাব পাওয়ার পর সালাহর মন নাকি গলতে শুরু করেছে। তিনি নিজেও এখন ইত্তিহাদে যেতে চান। আর সালাহ লিভারপুল ছাড়তে মরিয়া হলে কোচ ইউর্গেন ক্লপ তাকে জোর করে আটকে রাখবেন না।

২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। অলরেডদের জার্সিতে জিতেছেন সম্ভাব্য সকল শিরোপা। লিভারপুলের জার্সিতে ৩০৭ ম্যাচে করেছেন ১৮৭ গোল।

আর্কাইভ