 
              প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩, ০৬:২৪ পিএম
-20230901062405.jpg) 
                 ছবি: সংগৃহীত
ক্রিকেটাঙ্গনে বাবর আজম ও বিরাট কোহলির তুলনা করে থাকে সকলে। তবে বাবর এই তুলনা এড়িয়ে যান, আর কোহলির মুখে শোনা যায় বাবরের প্রশংসা। এবার কোহলিকে প্রশংসায় ভাসালেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
একসময় কোহলিকে অনুপ্রেরণা দিয়েছিলেন বাবর আজম। কোহলির বাজে সময়ে তার সমর্থন করেছেন পাকিস্তানের অধিনায়ক। তবে এবার সেই বাবরের প্রশংসায় পঞ্চমুখ কোহলি। কিছুদিন আগে স্টার স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বাবরের প্রশংসায় কোহলি বলেছিলেন, ‘সম্ভবত বর্তমান সময়ে তিন সংস্করণেই শীর্ষ ব্যাটসম্যান বাবর। সে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। ও দারুণ প্রতিভাবান ক্রিকেটার এবং আমি সব সময় ওর ব্যাটিং দেখতে পছন্দ করি।’
কোহলির সেই প্রশংসার জবাব স্টার স্পোর্টসেই দিয়েছেন বাবর। এশিয়া কাপের সময় টিভি চ্যানেলটির এক অনুষ্ঠানে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘বিরাট কোহলির কাছ থেকে অনেক কিছু শিখেছি। কোহলির মতো এত বড় ক্রিকেটার যখন আপনার সম্পর্কে ভালো কিছু বলবে, এটা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। গর্ব করার মতো একটা মুহূর্ত।’
২০১৯ সালে যখন এই দুই তারকা ক্রিকেটারের প্রথম দেখা হয়েছিলো, তখন বাবরের প্রতি সম্মান জানিয়েছিলেন কোহলি। এবার বাবরও স্মরণ করলেন কোহলির সঙ্গে প্রথম দেখার স্মৃতি। কোহলি সেদিন তার কতটা উপকার করেছিলেন, সেটা বলতেও ভোলেননি বাবর।
সেই অনুষ্ঠানে বাবর বলেন, ‘২০১৯ সালে যখন দেখা করি, তখন কোহলি তার সেরা ফর্মে ছিলেন। এখন তিনি তার সেরা ফর্মেই আছেন। তখন আমি ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে তাকে কিছু প্রশ্ন করেছিলাম। তিনি বিস্তারিতভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যা আমার অনেক উপকারে আসে।’
সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন
জেকেএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      