প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৬:৩৩ পিএম
বৃহস্পতিবার থেকে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ক্রিকেট বিশ্বকাপ। টুর্নামেন্টের ১৩তম আসর শুরুর আগে আজ শেষ হচ্ছে প্রস্তুতি পর্ব।
বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৪৫ রান করেও জিততে পারেনি পাকিস্তান। আজ দ্বিতীয় ও শেষ ম্যাচে জিততে হলে বাবর আজমদের করতে হবে ৩৫২ রান।
মঙ্গলবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩৫১ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। দলের হয়ে ৭৭, ৫০, ৪৮, ৪৮ ও ৪০ রান করে করেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, জস ইনজিলস, ডেভিড ওয়ার্নার ও মার্নাস লাবুশেন।
জেকেএস/