• ঢাকা রবিবার
    ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১

অবশেষে জয় পেল মায়ামি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৫:১৬ পিএম

অবশেষে জয় পেল মায়ামি

ক্রীড়া ডেস্ক

অবশেষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে জয়ের মুখ দেখলো ইন্টার মায়ামি। প্রাক মৌসুমে একের পর এক ম্যাচ হেরেছে তারা। মায়ামি সবশেষ জয়টি পেয়েছিল ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর। ঘরের মাঠের ওই ম্যাচে তারা টরেন্টো এফসিকে ৪-০ গোলে হারিয়েছিল। এরপর টানা ১২ ম্যাচে জয় বঞ্চিত ছিল তারা। অবশেষে অচলবস্থার অবসান হলো। ১১ ম্যাচ ও ১৩৬ দিন পর জয়ের দেখা পেলো মেসি-সুয়ারেজরা। আজ রোববার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে তারা হংকং একাদশকে হারিয়েছে ৪-১ গোলের ব্যবধানে। প্রথমার্ধে খেলায় ১-১ গোলে সমতা ছিল।

৪০ মিনিটে বরার্ট টেলরের গোলে এগিয়ে গিয়েছিল মায়ামি। কিন্তু বেশিক্ষণ তারা এই গোল উৎসব করতে পারেনি। মাত্র তিন মিনিট পরই হংকং খেলায় সমতা ফিরিয়ে আনে।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য হংকংয়ের ওপর দিয়ে একটা ঝড় বইয়ে যায়। সেই ঝড়ে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে। কনারি সান্ডারল্যান্ড ৫০ মিনিটে এবং লিওনার্দো কাম্পানা ৫৬ মিনিটে  ব্যবধান ৩-০ করেন। ম্যাচের শেষ দিকে রায়ান সাইলর মায়ামির হয়ে শেষ গোলটি করেন।

আর্কাইভ