• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতের অনুরোধে সিপিএলের নতুন সূচি

প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০২:৪৪ পিএম

ভারতের অনুরোধে সিপিএলের নতুন সূচি

ক্রীড়া ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুরোধে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচিতে পরিবর্তন এনেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ, তাই এই পরিবর্তন।

আগামী ২৮ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু হবে ২৬ আগস্ট। সিপিএলের সূচির কারণে আইপিএলের যেন কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সিপিএল আয়োজক কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন করেছে।

করোনা মহামারিতে বছরের শুরুর দিকে আইপিএল মাঝপথেই স্থগিত হয়েছিল। বিসিসিআই তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাকি ৩১টি ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল। আইপিএলের বাকি অংশে ক্যারিবিয়ান শীর্ষস্থানীয় খেলোয়াড়দের খেলা নিশ্চিত করতে বিসিসিআই তাদের সিপিএলের সময়সূচিতে পরিবর্তন আনার জন্য অনুরোধ করেছিল। 

ভারতীয় বোর্ডের অনুরোধে সাড়া দিয়েছে সিপিএল আয়োজক কর্তৃপক্ষ। আগের সূচি অনুযায়ী, ২৮ আগস্ট সিপিএল শুরু হওয়ার কথা থাকলেও সেটি এখন দুই দিন এগিয়ে এনেছে তারা। টুর্নামেন্টের সব ম্যাচ হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ২৬ আগস্ট উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও ত্রিনবাগো নাইট রাইডার্স। সেমিফাইনালের ম্যাচ দুটি হবে ১৪ সেপ্টেম্বর এবং ফাইনাল ১৫ সেপ্টেম্বর। আশা করা হচ্ছে, সিপিএল শেষ হওয়ার দু-তিন দিন পর থেকেই শুরু হবে আইপিএল।

জেডআই/এম. জামান
আর্কাইভ