• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

মিরপুরে অনুশীলন রেখে অলিম্পিকের খেলা দেখল অজিরা

প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৮:৫৯ পিএম

মিরপুরে অনুশীলন রেখে অলিম্পিকের খেলা দেখল অজিরা

ক্রীড়া ডেস্ক

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া দল। টাইগারদের বিপক্ষে মঙ্গলবার ( আগস্ট) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামছে অজিরা। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নেমেছিল সফরকারীরা। একপর্যায়ে অনুশীলন রেখে টোকিও অলিম্পিক দেখেন অজি ক্রিকেটাররা।

কারণ অস্ট্রেলিয়া দলের পেসার মিচেল স্টার্কের ছোট ভাই ব্রেন্ডন স্টার্ক তখন টোকিও অলিম্পিকে হাইজাম্প ইভেন্টে খেলছিলেন। তাই অনুশীলনের ফাঁকে অজি ক্রিকেটাররা দলবেঁধে মোবাইল স্ট্রিমিংয়ের মাধ্যমে ব্রেন্ডনের পারফরম্যান্স দেখেছেন। কিন্তু তাদের শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে।

সবার শুভকামনা সত্ত্বেও ব্রেন্ডন পঞ্চম হয়ে অলিম্পিক শেষ করেছেন। এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন দুইজন ইতালিয়ান। তারা হলেন- জিয়ানমারকো তাম্বেরি এবং কাতারের মুতাজ এসা বারশিম। দুজনই .৩৭ মিটার উচ্চতায় জাম্প দেন। অলিম্পিকে পদকের জন্য মিচেল স্টার্কের ভাইয়ের দিকে তাকিয়ে ছিল পুরো অস্ট্রেলিয়া। কিন্তু সে আশা আপাতত পূরণ করতে পারেননি মাত্র ১৬ বছর বয়সে যুব অলিম্পিকে পদকজয়ী ব্রেন্ডন।

অলিম্পিকের হাইজাম্প ইভেন্টে ব্রেন্ডন .৩৫ মিটার জাম্প দেন। তাই অল্পের জন্যই তার পদক হাতছাড়া হয়ে যায়। অন্যদিকে স্বর্ণ জেতার পরে কেঁদে ফেলেন তাম্বেরি। যিনি পা ভেঙে দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বেলারুসের প্রতিযোগী মাকসিম নেদাসেকাউ। তিনিও .৩৭ মিটার জাম্প দিয়েছিলেন; কিন্তু তিনি তাম্বেরি আর মুতাজের চেয়ে বেশি চেষ্টা করায় তাকে ব্রোঞ্জ পদক দেয়া হয়।

জেডআই/এম. জামান

আর্কাইভ