 
              প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২২, ১২:১৮ পিএম
 
                 
                            
              চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঝরনায় গোসল করতে নেমে জিসান নামে এক এসএসসি ফলশিক্ষার্থী ডুবে মারা গেছেন।
রোববার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঝরনায় নিখোঁজ হন জিসান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারের নিয়ে যান। মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব পরীক্ষা-নিরীক্ষা শেষে জিসানকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, চট্টগ্রাম নগরীর রেলওয়ে পাবলিক হাইস্কুলের সাতজন শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসেন। একপর্যায়ে তারা ভেতরে ঝরনা দেখতে যান। সেখানে সবাই মিলে গোসল করতে নামলে জিসান নামে ওই শিক্ষার্থী ডুবে যান। নিখোঁজ হওয়া জিসান এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জিসানের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।
এসএএস/এএল
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      