• ঢাকা রবিবার
    ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নাই আর চাই

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৫:৫০ পিএম

নাই আর চাই

অমল ভট্টাচার্য্য

চারদিকে গাঢ় অন্ধকার,
সেই অন্ধকারকে অস্বীকার করেও
চলেছে নতুনের সৃষ্টি, পুরাতনের বিদায়।
গাঢ় অন্ধকারের সিঁড়ি বেয়ে চলেছে
প্রেম নিবেদন থেকে ভালো যা কিছু সব।
এই সবের মাঝে নেই শুধু মানবিক আকুলতা,
আছে প্রতিযোগিতার নামে থালা, বাটি ভর্তি পরশ্রীকাতরতা।
প্রেম হয়, প্রেম ভাঙে 
সংসার হয়, সংসার ভাঙে
যেন বান এসেছে গাঙে।
বন্ধুত্ব হয়, টিকে থাকে অর্থ দেখে
আত্মীয়তা টিকে থাকে স্ট্যাটাস চেখে।
তোমার ধার চাই, আশপাশে কেউ নাই,
পেট ভরাতে গাছের ফল চাই,
সেই ফল দেবার কেউ নাই,
নাই এর মাঝে শুনবে কেবল চাই আর চাই।

ফেলে দিয়ে নাই আর চাই,
শক্ত মেরুদণ্ড নিয়ে এগিয়ে চলো বোন ভাই।
শক্ত মেরুদণ্ড তোমাদের সব দেবে,
না পাওয়ার ব্যথা ভুলে যাবে।
বলবে না কখনো এটা চাই ওটা চাই
থাকে যদি শক্ত মেরুদণ্ড...
ইচ্ছা হবে কিছু করে দিন চালাই।

আর্কাইভ