 
              প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৬:৪৮ পিএম
 
                 
                            
              কাজী জাকিয়া মনি
 
আমাকে যে বোঝেনা
আমিও তাঁকে বুঝিনা।
আমাকে যে খোঁজেনা
আমিও তাঁকে খুঁজিনা।
আমাকে যে বন্ধু ভাবেনা
আমিও তাঁকে বন্ধু ভাবিনা।
আমাকে যে দূরে ঠেলে দেয়
আমিও তাঁকে দূরে ঠেলে দেই।
আমাকে যে সম্মান দেয় না
আমিও তাঁকে সম্মান দেই না।
কিন্তু এগুলির কিছুই আমি করি না
কষ্ট পেলে হজম করে ফেলি। 
এটাই আমার বৈশিষ্ট্য এবং আমি।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      