
প্রকাশিত: মে ১১, ২০২২, ০৭:২৮ পিএম
সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলের
কমেডি অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ওপেনার ইমাম উল
হক। অনুষ্ঠানের মধ্যে এক তরুণী তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন। সামাজিক
যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সে ভিডিও ভাইরাল হয়েছে।
টেলিভিশন লাইভ শোতে দর্শকদের মধ্যে থেকে হঠাৎ ইমামকে বিয়ের প্রস্তাব দিয়ে সেই তরুণী বলেন, ‘তুমি কি আমাকে বিয়ে করবে?’
সহাস্যে জবাবও দিয়েছেন ২৬ বছরের এ তারকা ক্রিকেটার। লাজুক ইমামের উত্তর ছিল, ‘আমার এখন কী বলা উচিত?’
ফিরতি জবাবে সেই তরুণী ফের বিপদে ফেলেছেন শুরুতে প্রস্তাবঝড় সামলানো ইমামকে। এবার বলেন, ‘না বলবে না, আমি তোমার জন্য সব করতে পারি।’
পরের জবাবে সোজা ব্যাট চালাতে পারেননি ইমাম। প্রতি উত্তরে বাধ্য ছেলের মতো মাকে দেখিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে আপনাকে আমার মায়ের কাছে যেতে হবে।’ ইমামের প্রস্তাব মেনে নিয়ে পরে তরুণীটি বলেন, ‘আমি সেটাই করবো।’
এখনই বিয়ের পরিকল্পনা যে নেই, সেটা একই অনুষ্ঠানে খোলাসা করেছেন ইমাম। অধিনায়ক বাবর আজমের আগে বিয়ে করতে চান না বলে জানিয়েছেন দেশটির কিংবদন্তি ইনজামাম উল হকের ভাগ্নে।
ইমাম উল হক বলেন, ‘আপাতত বিয়ে করার পরিকল্পনা নেই। হয়তো আগামী দেড় বছরের মধ্যে আমাকে বিয়ে করতে দেখবেন। বর্তমানে আমার মনোযোগ ক্রিকেটের দিকেই। তবে প্রথমে বাবর আজম বিয়ে করবেন, তারপর চিন্তা করবো।’
ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
ইমাম পাকিস্তানের হয়ে ১৪ টেস্ট ও ৪৯টি ওয়ানডে, সঙ্গে দুটি টি-টুয়েন্টি খেলেছেন।
জেডআই/