প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:০২ পিএম
বাংলাদেশ থেকে ক্রিকেটার নেওয়ার অভিপ্রায় জানিয়েছে সৌদি আরব। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, সৌদি আরবের খেলোয়াড় ও কোচ চাওয়ার প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছেন। তিনি স্পষ্ট করে বলেন, দেশের স্বার্থের বাইরে গিয়ে এমন কিছু করা সম্ভব নয়।
সৌদি আরব তাদের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে ক্রিকেটে বড় পরিসরে বিনিয়োগ করছে। দেশটি ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করতে চায়। আন্তর্জাতিক পর্যায়েও দ্রুত এগোতে চায় তারা। লক্ষ্য একদিন বড় শক্তি হয়ে ওঠা।
এই লক্ষ্য সামনে রেখে সৌদি আরব বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড় ও কোচ নিতে আগ্রহ দেখাচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে দীর্ঘমেয়াদে তাদের দিয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে। আগে একই পথে হেঁটেছে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।
ক্রিকবাজ জানিয়েছে, সম্প্রতি সৌদি আরব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এই অনুরোধ জানায়। তবে বিসিবি সেই প্রস্তাব নাকচ করে দেয়। এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আপনি বলতে পারেন, তারা দুই মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমি তখনই না বলে দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘তারা আমাদের কাছে পুরুষ ও নারী খেলোয়াড় চেয়েছে। পরে কোচও চেয়েছে। কিন্তু নিজের দেশের স্বার্থের ক্ষতি করে আমি এটা কীভাবে করতে পারি?’
সৌদি আরব এরই মধ্যে বিশ্ব ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগ করছে। লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপে তারা বড় ভূমিকা রাখছে। এখন আইসিসি ও এসিসির সহায়তায় তারা ক্রিকেটেও নিজেদের জায়গা তৈরি করতে চায়। উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হতে চায় সৌদি আরব।