• ঢাকা রবিবার
    ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

জয়সোয়ালের সেঞ্চুরিতে ভারতের সিরিজ জয়

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ১০:২৯ পিএম

জয়সোয়ালের সেঞ্চুরিতে ভারতের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক

যশস্বী জয়সোয়ালের সেঞ্চুরি আর বিরাট কোহলি ও রোহিত শর্মার জোড়া ফিফটিতে ভর করে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৯ উইকেটের দাপুটে জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টিম ইন্ডিয়া।

শনিবার বিশাখাপত্তনমেতে ডা. রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ভারত। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭.৫ ওভারে ২৭০ রান করে দক্ষিণ আফ্রিকা।

টার্গেট তাড়া করতে নেমে ৬১ বল হাতে রেখেই ৯ উইকেটের দাপুটে জয় পায় ভারত। দলের জয়ে তরুণ ওপেনার যশস্বী জয়সোয়াল ১২১ বলে ১২টি চার আর দুটি ছক্কার সাহায্যে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৭৩ বলে ৭টি চার আর তিন ছক্কায় ৭৫ রান করেন সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ৪৫ বলে ৬টি চার আর তিন ছক্কায় ৬৫ রানের লড়াকু ইনিংস খেলেন সাবেক আরেক অধিনায়ক বিরাট কোহলি।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারে উইকেট হারান রায়ান রিকেলটন। দ্বিতীয় উইকেটে এরপর অধিনায়ক টিম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে ১৩১ বলে ১১৩ রানের জুটি গড়েন ওপেনার কুইন্টন ডি কক।

এরপর ৮৫ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা হারায় ৪ উইকেট। ২১তম ওভারের শেষ বলে দলীয় ১১৪ রানে ৬৭ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে ফেরেন বাভুমা। ২৩ বলে ২৪ রান করে ফেরেন ম্যাথু ব্রিটজেক। ৩ বলে মাত্র ১ রানে ফেরেন এইডেন মার্করাম। ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া ডি কক ফেরেন দলীয় ১৯৯ রানে।

এরপর ডেওয়াল্ড ব্রেভিস, মার্কু জেনসেন, করবিন বোস, লুঙ্গি এনগিডিরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে ২৭০ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ৯.৫ ওভারে ৬৬ রানে ৪ উইকেট শিকার করেন প্রসিদ্ধ কৃষ্ণা।

সিরিজের প্রথম ওয়ানডেতে রাঁচিতে রেকর্ড ৩৪৯ রান করে ১৭ রানে জয় পায় ভারত। দ্বিতীয় ম্যাচে রায়পুরে রেকর্ড ৩৫৮ রান করেও জিততে পারেনি ভারত। স্বাগতিকদের হারিয়ে সিরিজে ১-১ সমতায় ফেরে প্রোটিয়ারা।

তবে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরে যায় স্বাগতিক ভারত। আজ ওয়ানডে ম্যাচে হেরে গেলে নব্বই দশকের পর ঘরের মাঠে ওয়ানডে ও টেস্ট সিরিজ হাতছাড়া করবে টিম ইন্ডিয়া।

আর্কাইভ