• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২
আইপিএল

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০৭:৫৬ পিএম

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

সিটি নিউজ ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাঁহাতি পেসার ফিজকে পেতে লড়াই করছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়েছে কলকাতা।

এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য এটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

আইপিএলে মোস্তাফিজের এটি ষষ্ঠ দল। প্রথমবারের মতো কলকাতার জার্সিতে দেখা যাবে ফিজকে। এর আগে, সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাসে খেলেছেন বাংলাদেশি এই পেসার।

আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট পেয়েছেন মোস্তাফিজ। এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসে।

আর্কাইভ