• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

৭ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়াল ডিএসইর সূচক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ১২:৫৫ পিএম

৭ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়াল ডিএসইর সূচক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্যাংক, বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানসহ প্রায় সব খাতে শেয়ারের দাম বেড়েছে। এতে করে সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে শুরু হয়েছে লেনদেন।

রোববার ( সেপ্টেম্বর) ডিএসইএক্স লেনদেনের মাত্র ৩৬ মিনিটে ৭১ পয়েন্ট বেড়ে হাজার পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। যা পুঁজিবাজারে সূচকটির ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উত্থান। এই সময়ে ডিএসইতে ৪৬২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে হাজার ৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে হাজার ৫২৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে হাজার ৫২০ পয়েন্টে।

শুধু তাই নয়, ডিএসইর ইতিহাসে সাড়ে ১১ বছরের মধ্যে প্রথম সূচক সাত হাজার পয়েন্ট অতিক্রম করল। এর আগে ২০১০ সালের মহাধসের পর ২০১১ সালের ফেব্রুয়ারি ডিএসইর তৎকালীন প্রধান সূচক ছিল হাজার ১২৫ পয়েন্ট।

এরপর পুরাতন সূচকটি পুনর্গঠন করে ২০১৪ সালের ২৯ জানুয়ারিতে প্রধান সূচকের হিসেবে চালু করা হয় ডিএসইএক্স সূচকটি।

আজ (রোববার) ডিএসইতে ৩৭০টি কোম্পানি মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৮টির, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ১৩ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

টিআর/এএমকে

আর্কাইভ