• ঢাকা শুক্রবার
    ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভরিতে ১২৮৩ টাকা কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০২:৩২ এএম

ভরিতে ১২৮৩ টাকা কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম। প্র‌তি ভরিতে ১ হাজার ২৮৩ টাকা ক‌মি‌য়ে স্ব‌র্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বুধবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম ১ হাজার ২৮৩ টাকা কমিয়ে ৮৩ হাজার ২৮১ টাকা নির্ধারণ করা হয়েছে। যা এতদিন ৮৪ হাজার ৫৬৪ টাকা ছিল। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৮০ হাজার ৭১৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৬৯ হাজার ১৬৮ টাকায় বিক্রি হয়েছে। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫৭ হাজার ৩৮৭ টাকা। এখন তা কমে বিক্রি হবে ৫৬ হাজার ৪৫৪ টাকায়।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি।

ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

জেডআই/

আর্কাইভ