 
              প্রকাশিত: নভেম্বর ৯, ২০২২, ১০:২৭ পিএম
 
                 
                            
              ফেব্রুয়ারিতে আইএমএফের ঋণের প্রথম কিস্তি মিলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘যেভাবে চাওয়া হয়েছে, আগামী তিন মাসের মধ্যে ঋণের সব প্রক্রিয়া শেষ হবে। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ পর্যন্ত ঋণ আসবে।’
বুধবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, ‘যেভাবে আমরা চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ।’
এআরআই
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      