
প্রকাশিত: মার্চ ১, ২০২৩, ০৭:১৬ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেকেন্ড রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স ডেভেলপমেন্ট পলিসি ক্রেডিট এর আওতায় বাজেট সাপোর্ট হিসেবে ২৫০ মিলিয়ন ডলার পেতে হলে শর্তগুলো দ্রুত বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছে বিশ্বব্যাংক।
এই ঋণচুক্তির আওতায় গত বছর মার্চে বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার বাজেট সাপোর্ট দিয়েছে সংস্থাটি। ওই সময় ১২টি শর্ত দিয়ে তা বাস্তবায়ন করতে বলেছিল সংস্থাটি। যার বেশিরভাগই এখনও চূড়ান্তভাবে বাস্তবায়ন হয়নি।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অর্থ বিভাগের এডিশনাল সেক্রেটারি রেহানা পারভীনের সঙ্গে সভা করে বিশ্বব্যাংকের প্রতিনিধিল। সভায় শর্তগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংকের কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, "চলমান ডলার সংকটের সময় এই বাজেট সহায়তার গুরুত্ব অনেক। ইতোমধ্যে বিশ্বব্যাংকের বেশিরভাগ শর্ত বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আমরা ঋণ পেতে শর্তগুলো বাস্তবায়নে অগ্রাধিকার দেবো।"
আরিয়ানএস/