• ঢাকা শুক্রবার
    ১০ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঋণের সুদহারের সর্বোচ্চ সীমা থাকছে না

প্রকাশিত: জুন ১৮, ২০২৩, ১০:৫৬ পিএম

ঋণের সুদহারের সর্বোচ্চ সীমা থাকছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নতুন অর্থবছরের ১ জুলাই থেকে ঋণের সুদহারের সর্বোচ্চ সীমা উঠে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

রোববার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন মুদ্রানীতি ঘোষণা করে এ তথ্য জানান তিনি।

গভর্নর বলেন, নতুন অর্থবছরের প্রথমদিন (১ জুলাই) থেকে ঋণের সুদহারের সর্বোচ্চ সীমা উঠে যাবে। পাশাপাশি সুদের হার হবে বাজারভিত্তিক।
 
এ ছাড়া একক ডলার রেট কার্যকর করা হবে বলেও জানান আবদুর রউফ তালুকদার। 


তিনি সরকারকে ঋণ দেয়ার বিষয়ে আরও বলেন, 
ব্যাংলাদেশ ব্যাংক সরকারকে রিজার্ভ থেকে ঋণ দিয়েছে কারণ ফেরত আসার গ্যারান্টি আছে। এখন থেকে গ্রস রিজার্ভ প্রকাশ করা হবে; তবে নিট রিজার্ভ প্রকাশ করা হবে না। আইএমএফকে নিট রিজার্ভ জানানো হবে।

বেসরকারি খাতে ঋণ প্রবাহ ঠিক রাখাকে প্রাধান্য দেয়া হয় জানিয়ে গভর্নর আরও বলেন, বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি হার ১১ শতাংশ। বেসরকারি খাতে ঋণ প্রবাহ ঠিক রেখে সরকারকে ঋণ দেয়া হয়। টাকা ছাপানো খারাপ কিছু না। তবে দেখতে হবে টাকাটা কোথায় যাচ্ছে।


এডিএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ