• ঢাকা মঙ্গলবার
    ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

তিনদিনব্যাপী ‘আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩’ চলছে

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৩:৩৮ এএম

তিনদিনব্যাপী ‘আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩’ চলছে

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ এশিয়ার দেশগুলোর অংশগ্রহণে শুরু হয়েছে ‍‍`আঞ্চলিক জলবায়ু সম্মেলন ২০২৩‍‍`। সম্মেলনে ৪টি থিমেটিক সেগমেন্ট ও ১৯টি সেশন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে শুরু হয়েছে তিনদিনব্যাপী এ সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, এই শীর্ষ সম্মেলন নীতিনির্ধারক, কূটনীতিক, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, যুব এবং অন্যান্য স্টেকহোল্ডারদের স্থিতিস্থাপক দক্ষিণ এশিয়ার প্রতি তাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করতে এক ছাতার নিচে নিয়ে এসেছে। জলবায়ু পরিবর্তন জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ এবং মানবতার জন্য একটি রেড কোড হিসেবে গবেষণা করা হয়েছে।

এক বিশ্ব ধারণা মডেলের অধীনে এই উল্লেখযোগ্য সংকটকে একত্রিত করার এবং কাজ করার সময় এসেছে জানিয়ে তিনি আরও বলেন, এই সামিট সমন্বয়ের কথা বলে। যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর নীতিনির্ধারকগণ একত্রিত হয়েছেন।

ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের চেয়ারপারসন তানভির শাকিল জয় বলেন, আমরা দক্ষিণ এশিয়ায় জলবায়ু পরিবর্তনের চাপের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যৌথ অঙ্গীকারের জন্য এখানে সম্মিলিত হয়েছি। আমাদের শীর্ষ সম্মেলনটি চারটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠন করা হয়েছে। পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন, পানি এবং বর্জ্য, শক্তির ভবিষ্যত ও  আঞ্চলিক সহযোগিতা তরান্বিত হবে এই সম্মেলনের মাধ্যমে।

ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহবায়ক নাহিম রাজ্জাক বলেন, জলবায়ু পরিবর্তন আজ আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রজন্মকে বাঁচাতে দরকার সমন্বিত উদ্যোগ।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই আয়োজনে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপসহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, শীর্ষ পর্যায়ের নীতিনির্ধারক, কর্পোরেট সেক্টর, উন্নয়ন সহযোগী দেশীয় ও আর্ন্তজাতিক সংস্থাসহ বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

সম্মেলনে ৪টি থিমেটিক সেগমেন্ট ও ১৯টি সেশনে আলোচক (প্যানেলিস্ট) হিসেবে অংশগ্রহণ করবেন ১২০ জন বিশিষ্ট ব্যক্তি। এছাড়াও দেশ ও দেশের বাইরের প্রায় ৬০০ জন প্রতিনিধি সরাসরি এই সম্মেলনে অংশ নেবে।

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ