প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৪, ১০:৪১ এএম
দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। ব্যাংকগুলো হলো সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বিডিবিএল ও বেসিক ব্যাংক।
সোমবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানি বিভাগ ব্যাংকগুলোকে এসংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর একসঙ্গে রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরকে (এমডি) অপসারণ করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডিও) শওকত আলী খান, রূপালীতে মো. আব্দুর রহিম, অগ্রণীতে আনোয়ারুল ইসলাম, জনতায় মজিবর রহমান, বিডিবিএলে জসীম উদ্দিন এবং বেসিক ব্যাংকে কামরুজ্জামান খানকে নিয়োগ দেওয়া হয়েছে।