• ঢাকা শনিবার
    ০১ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

ছাব্বিশে বিশ্ববাজারে পণ্যের দাম ৭ শতাংশ হারে কমার আভাস বিশ্বব্যাংকের

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ০৩:১৪ পিএম

ছাব্বিশে বিশ্ববাজারে পণ্যের দাম ৭ শতাংশ হারে কমার আভাস বিশ্বব্যাংকের

সিটি নিউজ ডেস্ক

আগামী বছর বিশ্ববাজারে পণ্যমূল্য ছয় বছরের মধ্যে সর্বনিম্ন হবে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। দুর্বল বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি তেলের বাড়তি সরবরাহ ও নীতিগত অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাপী পণ্যমূল্য গড়ে ৭ শতাংশ হারে কমতে পারে।

বিশ্বব্যাংকের কমোডিটি মার্কেট আউটলুক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বৈশ্বিক মূল্যস্ফীতি কমেছে। পাশাপাশি চাল, গমসহ বিভিন্ন খাদ্যশস্যের দামও কমে আসায় উন্নয়নশীল দেশে খাদ্য সাশ্রয়ী হয়েছে। ২০২৫ সালে পণ্যমূল্য ২০১৯ সালের তুলনায় গড়ে ২৩ শতাংশ এবং ২০২৬ সালে ১৪ শতাংশ বেশি থাকবে।

বিশ্বব্যাংক জানায়, বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল রাখতে এখন পণ্যবাজার ভূমিকা রাখছে। তবে এই স্বস্তি স্থায়ী নয়। সরকারগুলোকে এই সুযোগে রাজস্বনীতি ও বিনিয়োগ কাঠামো পুনর্গঠন করতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ভূরাজনৈতিক উত্তেজনা, লা নিনার প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পর্কিত বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি আগামী বছরে পণ্যমূল্যে নতুন কিছু অনিশ্চয়তাও তৈরি করতে পারে।

আর্কাইভ