• ঢাকা সোমবার
    ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৫:৩৭ পিএম

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। এতে করে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। রাস্তাঘাট বাড়িঘর পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে সাধারণ মানুষ।

জানা গেছে, জেলার পাঁচটি উপজেলার ৩৫টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছেন। দেখা দিয়েছে খাবার বিশুদ্ধ পানির সঙ্কটও। তলিয়ে গেছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, রাস্তাঘাট, রোপা আমনের ক্ষেত। অন্যদিকে নদী ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন চৌহালী, কাজিপুর শাহজাদপুর উপজেলার নদীপাড়ের মানুষ।


সিরাজগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, গত কয়েক দিন যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত ছিল। তবে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সেন্টিমিটার কমেছে। তাও বিপদসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, যমুনা নদীর পানি মুহূর্তে আর বাড়ার সম্ভাবনা নেই।


সিরাজগঞ্জ জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম সিটি নিউজ ঢাকাকে বলেন, ‘জেলার পাঁচটি উপজেলায় ২০০ মেট্রিক টন চাল নগদ এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তারা চাহিদা অনুযায়ী বিতরণ শুরু করেছেন। ছাড়া জেলায় ৭২১ মেট্রিক টন চাল আড়াই লাখ টাকা মজুদ রাখা হয়েছে। ইতোমধ্যে সদর শাহজাদপুরের কিছু এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

টিআর/এম. জামান

আর্কাইভ