• ঢাকা মঙ্গলবার
    ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ইসরায়েলের কাছে হাজার হাজার বোমার সরঞ্জাম বিক্রি করছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৩:০৫ পিএম

ইসরায়েলের কাছে হাজার হাজার বোমার সরঞ্জাম বিক্রি করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলার মূল্যের বোমার সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে দেশটির সরকার। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণ অব্যাহত থাকায় অস্ত্র নির্দেশিকা কিট বিক্রির এই অনুমোদন প্রদান করা হয়েছে। 

সোমবার (৩০ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় ইসরায়েলের সীমান্ত, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনসংখ্যা কেন্দ্র রক্ষার ক্ষমতা উন্নত করে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি করবে।

সম্ভাব্য বিক্রয়ের মধ্যে রয়েছে, বিএলইউ-১০৯ বোমা বডির জন্য ৩ হাজার ৮৪৫টি কেএমইউ-৫৫৮/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন গাইডেন্স কিট এবং এমকে-৮২ বোমা বডির জন্য ৩ হাজার ২৮০টি কেএমইউ-৫৭২ এফ/বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন গাইডেন্স কিট। এ ছাড়া সংশ্লিষ্ট প্রকৌশল, সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তাও রয়েছে এই সামরিক সরঞ্জাম বিক্রির আওতায়।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণ অব্যাহত থাকার সময়ে এমন ঘোষণা আসলো। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তা এখনও থামেনি। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই তারা এই হামলা অব্যাহত রেখেছে। গত প্রায় ২০ মাসে ইসরায়েলি আগ্রাসনে ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 

আর্কাইভ