প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১০:০২ পিএম
                 
                            
              কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় সম্বল চাকমা (৪৩) নামে আর্মড পুলিশ
ব্যাটালিয়ানের (এপিবিএন) এক এএসআই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে
উখিয়া-টেকনাফ মহাসড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এএসআই
সম্বল চাকমা তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩ তে কর্মরত ছিলেন। তিনি বান্দরবান
জেলার রুমা উপজেলার ভরতপাড়া এলাকার দয়া চাঁন চাকমার ছেলে।
এপিবিএন সূত্র
জানায়, বৃহস্পতিবার সকালে ছুটি শেষে এএসআই সম্বল চাকমা বান্দরবান থেকে
কর্মস্থলে ফেরার পথে তাকে বহন করা সিএনজি অটোরিকশার সামনে হঠাৎ কুকুর চলে আসলে
চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত
হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেওয়া হলে
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৮-এপিবিএনের
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, ‘নিহতের লাশ তার
পরিবারকে হস্তান্তর করা হয়েছে।’
নূর/এম. জামান