প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৭:৪৮ পিএম
কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুতায়িত হয়ে ছৈয়দুল হক
(৫৫) নামে এক ব্যক্তির
মৃত্যু হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুর
সাড়ে ১২টার দিকে উপজেলার সদর
ইউনিয়নের উত্তর মেহেরনামা ঠাণ্ডারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই
এলাকার মৃত মৌলভী মনির
আহমদের ছেলে নিহত ছৈয়দুল
হক মুদি দোকানদার ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য ইসমাইল
সিকদার তার মৃত্যুর বিষয়ে
সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা
জানান, ছৈয়দুল হকের দোকানের বৈদ্যুতিক
সংযোগের একটি তার ছিঁড়ে
যায়। তা মেরামত করতে
গিয়ে বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন
তিনি। স্থানীয়রা উদ্ধার করে পেকুয়ার একটি
প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত
চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।
নূর/এম. জামান