• ঢাকা শনিবার
    ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

র‌্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে রাবি শিক্ষার্থী

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১, ০৭:০৬ এএম

র‌্যাগিংয়ের শিকার হয়ে হাসপাতালে রাবি শিক্ষার্থী

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভাগের বড় ভাইদের দ্বারা রাতভর ্যাগিংয়ের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীদের নাম সামি এম সাজিদ। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। বর্তমানে  হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। 

বৃহস্পতিবার ( নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন, নাট্যকলা বিভাগের আব্দুল্লাহ্ আল মাসুদ (কিবরিয়া), তপু, রুবেল প্রমুখ।

শুক্রবার ( নভেম্বর) সাজিদ তাদের ব্যাচের ফেসবুক গ্রুপে লিখেন, 'আমি ডিপার্টমেন্ট ছেড়ে যাচ্ছি। বৃহস্পতিবার সারারাত আমাকে জোহা হলের ছাদে আটকে রেখে কতিপয় বিভাগের কয়েকজন সিনিয়র অপরিচিত লোকজন গালি গালাজসহ বিশ্রীভাবে মারধর করেছে। আমি অসুস্থ হয়ে পড়ি। ভোর টায় আমাকে ছেড়ে দেয়া হয়। কোনো অপরাধ না থাকা সত্ত্বেও আমাকে শারীরিক মানসিকভাবে অত্যাচার করা হয়েছে।

তবে আব্দুল্লাহ আল মাসুদ ্যাগিংয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, ’রাতে জোহা হলের ছাদে বিভাগের বড়ভাই প্রথম বর্ষের বিভিন্ন বিভাগের কয়েকজন ছিলেন। সাজিদকে কোন ধরনের নির্যাতন করা হয়নি।

বিষয়ে সাজিদের বন্ধুরা জানান, সাজিদের প্রতি বিভাগের বড়ভাইয়েরা ঈর্ষাকাতর হয়ে ঘটনা ঘটিয়েছেন। বিভাগের সিনিয়র ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী তাকে রাতভর জোহা হলের ছাদে ্যাগিং করছে। এই বিষয়টি সাজিদ আমাদের ব্যাচের ম্যাসেঞ্জার গ্রুপে জানিয়েছে। পরে জানতে পারি সে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।

জানতে চাইলে নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুজ্জামান বলেন, ’যতটুকু শুনেছি বিভাগের বেশিকিছু সিনিয়র শিক্ষার্থী সাজিদকে রাতভর শারীরিক নির্যাতন করেছে। মানিসকভাবেও তাকে বেশ হ্যারেজ করা হয়েছে। তবে যারা করেছে তাদের সবার নাম আমাদের এখনো হাতে আসেনি। বিষয়টি পুরোপুরি জানার পর আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লিয়াকত আলী বলেন, ’বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনার তদারকি করছেন। বিয়ষটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ইফাত

আর্কাইভ