• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বুধবার ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৬:৫৮ পিএম

বুধবার ইউপি নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচনের তফসিল বুধবার (১০ নভেম্বর) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টরা।

ইসি সূত্র জানায়, বুধবার (১০ নভেম্বর) বিকল ৩টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের ৮৯তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্টরা জানান, সভার এজেন্ডায় ইউপির চতুর্থ ধাপ নির্বাচনের বিষয়টি রয়েছে। তবে এই ধাপে কতটি ইউপিতে ভোট হবে কমিশন সভায় তা চূড়ান্ত করা হবে। পৌরসভায় সাধারণ নির্বাচন, স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচনের বিষয়ও কমিশন সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে তিন ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮টি ও তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ