প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২১, ০৮:৫২ পিএম
টাঙ্গাইলের সখীপুরে বিয়ে না করেই
স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নিয়ে
৮ মাস ঘর-সংসার
করার অভিযোগ উঠেছে রাব্বি নামের এক কলেজছাত্রের বিরুদ্ধে।
বিয়ের দাবিতে দুই দিন ধরে
প্রেমিকের বাড়িতে অনশন করছেন কলেজছাত্রী (১৯)। পৌরসভার
২নং ওয়ার্ড কাহার্তা রামখাপাড়া কটাবাড়িতে এ
ঘটনা ঘটে। খবর পেয়ে
ঘটনার পর থেকে প্রেমিক
জাকারিয়া ইসলাম রাব্বি লাপাত্তা। রাব্বি ওই গ্রামের প্রবাসী
লুৎফর রহমানের ছেলে এবং সরকারি
মুজিব কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
সোমবার
(১৫ নভেম্বর) বিকেলে সরেজমিন দেখা যায়, রাব্বিদের
বাড়ির প্রতিটি ঘরের দরজা বন্ধ
করে ভেতরে অবস্থান করছেন বাড়ির অন্য সদস্যরা। আর
বাইরে এক কাপড়ে বসে
অনশন করছেন ওই কলেজছাত্রী। স্থানীয়রা
তাকে দেখতে ভিড় করছেন। খাবার
দেয়া হয়েছে কি না জানতে
চাইলে মেয়েটি কান্নায় ভেঙে পড়েন। জানান
ঘরে ঢোকার চেষ্টা করলে তাকে লাথি
মেরে ফেলে দিয়ে দরজা
বন্ধ করে দেন রাব্বির
পরিবারের লোকজন। বিয়ে না করা
হলে তিনি এ বাড়িতেই
আত্মহত্যা করবেন বলে জানান।
জানা
যায়, দেড় বছর আগে
রাব্বির এক বন্ধুর মাধ্যমে
মুঠোফোনে প্রথম পরিচয় হয় আবাসিক মহিলা
অনার্স কলেজপড়ুয়া ওই
ছাত্রীর সঙ্গে। একপর্যায়ে বিয়ে
করার প্রতিশ্রুতি দিয়ে পৌরসভার উত্তরা
মোড় এবং ক্যাপ্টেন মোড় এলাকায়
পৃথক দুটি বাসা ভাড়া
নিয়ে ৮ মাস স্বামী-স্ত্রী হিসেবে ঘর-সংসার করেন
তারা। বারবার বিয়ের চাপ দিলেও নানা
টালবাহানা শুরু করেন রাব্বি।
নিরুপায় হয়ে রোববার (১৪
নভেম্বর) থেকে বিয়ের দাবিতে
অনশন করছেন ওই কলেজছাত্রী।
এ
ব্যাপারে রাব্বির দাদা আবদুর রহমান
বলেন, ‘নাতি অন্যায় করেছে
মাতবররা যে ব্যবস্থা নেবেন
আমরা তা মেনে নেব।’
ওই
ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খলিলুর রহমান বলেন, ‘গত রাতে বিষয়টি
নিষ্পত্তির জন্য উভয়পক্ষকে
নিয়ে বসা হয়। পরে
ছেলেপক্ষের অনীহার কারণে নিষ্পত্তি সম্ভব হয়নি।’
স্থানীয়
কাউন্সিলর ফজলুর রহমান বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে।’
সুষ্ঠু
ব্যবস্থা না হলে আইনের
আশ্রয় নেবেন বলে জানান ওই
কলেজছাত্রীর বাবা লেবু মিয়া।
সখীপুর
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে সাইদুল
হক ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে কোনো
অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি
ব্যবস্থা নেয়া হবে।’
নূর/এম. জামান