• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

উখিয়া উপজেলায় 'বিশেষ লকডাউন' ঘোষণা

প্রকাশিত: মে ২৩, ২০২১, ০১:৫৪ এএম

উখিয়া উপজেলায় 'বিশেষ লকডাউন' ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজারের উখিয়া উপজেলায় 'বিশেষ লকডাউন' ঘোষণা করেছে প্রশাসন। এই লকডাউন রোববার (২৩ মে) থেকে শুরু হয়ে আট দিন অর্থাৎ ৩০ মে পর্যন্ত চলবে।

শনিবার (২২ মে) রাতে করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'সম্প্রতি কক্সবাজারে করোনাভাইরাসের সংক্রমণের হার আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। উখিয়া উপজেলা ও রোহিঙ্গা ক্যাম্পগুলোর সংক্রমণের হার সবচেয়ে ঊর্ধ্বমুখী। এ নিয়ে স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালুদ্দিনের অংশগ্রহণে জেলার সকল ইউএনওসহ জেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাদের মধ্যে এক ভার্চুয়াল সভা হয়। সভায় শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।'

'আগামী ৩০ মে পর্যন্ত এই লকডাউন চলবে। এ সময়ের মধ্যে উখিয়া থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং বাহির থেকে কেউ প্রবেশ করতে পারবে না। ওষুধের দোকান ও হাসপাতাল ছাড়া সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। উপজেলা প্রশাসন লকডাউনের সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবস্থা নিতে শুরু করেছে। এরই মধ্যে পুরো উপজেলাব্যাপী মাইকিং করে প্রশাসনের লকডাউন ঘোষণার ব্যাপারে প্রচার-প্রচারণা চালানো হয়েছে,' বলেন ইউএনও।

লকডাউনের প্রথমদিন থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে বলেও জানিয়েছে সরকারি এই কর্মকর্তা।

এর আগে টেকনাফ উপজেলায় শুক্রবার থেকে ১০ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করে প্রশাসন। এর পাশাপাশি সংক্রমণের হার উর্ধ্বগতিতে থাকা উখিয়ার চারটি এবং টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে লকডাউন ঘোষণা করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় প্রশাসন। এ ছাড়া দেশি-বিদেশি সংস্থাগুলোর উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পের বাকিগুলোতে চিকিৎসা, খাদ্য ও জ্বালানিসহ জরুরি সেবা ব্যতীত অন্যান্য কার্যক্রম সীমিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

এএএম
আর্কাইভ