কক্সবাজার প্রতিনিধি
                                  
              কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মে) রাত সাড়ে ৮ টার দিকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়। 
বজ্রপাতে নিহতরা হলেন- কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের সিকদার পাড়ার আব্দুর রহমান (৬৫) এবং মহেশখালীর মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎ প্রকল্পে শ্রমিক মোহাম্মদ জিলানী (২৭)। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।   
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ বলেন, কয়লা বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।  
অন্যদিকে, লেমশিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন বজ্রপাতে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
টিআর
									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন