• ঢাকা মঙ্গলবার
    ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

ফতুল্লায় সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৪

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২১, ০৯:৩৯ এএম

ফতুল্লায় সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার পাইপের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। এতে নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার ( ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় কায়েমপুর বিলাস নগর এলাকায় ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-গনি মিয়া, সাঈদ, মিলন চায়না বেগম। তারা সবাই গার্মেন্টসের জুট গোডাউনের শ্রমিক।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।

তিনি জানান, বিলাস নগর এলাকায় বুলবুলের ছয়তলা বাড়ির পাঁচ তলার একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন ঝুট গোডাউনের চার শ্রমিক। কাজ শেষে তারা বাসায় ফিরে রান্নার জন্য ম্যাচের কাঠি ধরানোর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা চারজনই দগ্ধ হন।

নূর/এএমকে

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ