• ঢাকা রবিবার
    ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

কসাইকে কোপানোর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৭:৪৮ পিএম

কসাইকে কোপানোর প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে মাংসে চর্বি দেয়ায় শহীদুল ইসলাম নামে এক কসাইকে কুপিয়েছেন হযরত আলী নামে এক কলেজ শিক্ষক। ঘটনায় ওই কসাইয়ের ভাই বাদী হয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করেছেন।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী বাজারে ঘটনা ঘটে।

ঘটনায় কলেজ শিক্ষক হযরত আলীর বিচারের দাবিতে রোববার সকালে সাপ্টিবাড়ী বাজারে মানববন্ধন করেন মাংস ব্যবসায়ী সমিতির সদস্যরা ওই মানববন্ধনে অর্ধশতাধিক মাংস ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

জানা গেছে, উপজেলার সাপ্টিবাড়ী বাজারে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গরুর মাংস কিনতে যান সাপ্টিবাড়ী কলেজের কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মো. হযরত আলী। সময় কসাই শহীদুল ইসলাম মাংসে এক টুকরো চর্বি দিয়ে দেন। নিয়ে দুইজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়।

ঘটনার একপর্যায়ে ওই কলেজ শিক্ষক ক্ষিপ্ত হয়ে কসাইয়ের ধারালো দা দিয়ে তার মাথা শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকেন। সময় আহত কসাইকে বাজারের লোকজন উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।

কসাই শহীদুলের বড় ভাই সিরাজুল ইসলাম জানান, আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। আদিতমারী থানা পুলিশকে বিষয়টি জানিয়ে থানায় মামলা দায়ের করেছি। এখন আইনি ব্যবস্থার দাবি জানাচ্ছি।

প্রভাষক হযরত আলী বলেন, ‘চর্বি বেশি দেয়া নিয়ে কথাকাটাকাটি হয়েছে মাত্র। তবে তাকে দা দিয়ে কোপানোর বিষয়টি মিথ্যা। আমাকে হয়রানি করার জন্য নিজেই নিজেকে আহত করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, ‘আহত কসাইয়ের পরিবার থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


নূর/এম. জামান

আর্কাইভ